ভারতীয় নাগরিককে পুশ ইনের চেষ্টা, অস্ত্রের মুখে তিন দিন
- আব্দুর রশীদ তারেক, নওগাঁ
- ১৯ মে ২০২০, ১৮:১০, আপডেট: ১৯ মে ২০২০, ১৮:০৫
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে তিনদিন ধরে এক ভারতীয় নাগরিক উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর অস্ত্রের মুখে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
জানা গেছে, ১৭ মে রোববার বেলা ১১টার দিকে সীমান্তের ২৩৭ পিলারের অদূরে ভারতের আদাডাংগা বিএস এফ ক্যাম্পের টহলদল এক ভারতীয় নাগরিককে কাটাতারের বেড়া পাড় করে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইনের চেষ্টা করে। তাৎক্ষনিক সংবাদ পেয়ে স্থানীয় কলমুডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে সেখানে কঠোর অবস্থান নিয়। বিজিবি বিএসএফ-এর পুশইন তৎপরতাকে প্রতিহত করে। পরে ওই সীমান্তে উভয় দেশীয় সীমান্ত রক্ষিবাহিনী অতিরিক্তি সৈন্য মোতায়েন করে কঠোর অবস্থান নেয়। ফলে পুশ ইনের জন্য নিয়ে আসা ওই ভারতীয় নাগরিক রোববার দুপুর থেকে মঙ্গলবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত সীমান্তে খেয়ে না খেয়ে মানবেতর অবস্থায় অবস্থান করতেছে।
এ ঘটনায় ১৬ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল আরিফুজ্জামানের সথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান যে, ওই যুবক ভারতীয় নাগরিক। সে জিরো ল্যান্ডে হতে ভারত অভ্যন্তরে অবস্থান করছে এবং বিষয়টি নিরসনে বিজিবি বিএসএফ-এর মধ্যে সোমবার আলোচনা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এর কোনো সমাধান না হওয়ায় মঙ্গলবারেও ওই ব্যক্তিকে কেন্দ্র করে উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় শক্ত অবস্থান নিয়েছে।
তিনি বলেন, সোমবারের আলোচনায় ভারতের সীমান্ত রক্ষাবাহিনীরা তাকে ভারতের লোক বলে স্বীকার না করায় বিষয়টি এখনও ওই অবস্থায় রয়েছে। আর বিজিবির অবস্থানও পরিষ্কার। কারণ ওই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে কখনো যায়নি তাই তাকে বাংলাদেশের নাগরিক বলার প্রশ্নই ওঠেনা। তবে মঙ্গলবার বিকেল ৪টার দিকে আবারো উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা