২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মৌসুম শুরু হলেও আম পাড়তে আগ্রহ নেই চাষীদের

মৌসুম শুরু হলেও আম পাড়তে আগ্রহ নেই চাষীদের - ছবি : নয়া দিগন্ত

রাজশাহী অঞ্চলে আম পাড়ার আইনি বাধা শেষ হয়েছে গত ১৪ মে। পরদিন শুক্রবার থেকে আম পাড়া শুরু করার কথা থাকলেও এবার হাট ও আড়ৎগুলোতে কেনা-বেচার তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। বাগান মালিকরা বলছেন, দেশে করোনাভাইরাসের প্রভাবে প্রায় সবাই লকডাউনে আছেন। এরপর সামনে ঈদ। রোজার পর থেকে আমের বাজার পুরোদমে জমবে বলে আশা করছেন তারা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলার সর্ববৃহৎ আম আড়ৎ বানেশ্বর বাজার ঘুরে দেখা গেছে, আমের হাট ইউনিয়ন ভূমি অফিস মাঠ পুরোই ফাঁকা পরে আছে। রবিউল ইসলাম নামে একজন চাষী ভ্যানে করে ১৫০ টাকা কেজি করে আম বিক্রির জন্য নিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যে ৪০ টাকা কেজি দরে বিক্রি করে দেন। এরপর থেকে পুরো আমের হাট আবারো ফাঁকা হয়ে গেছে। বানেশ্বর ও তার আশেপাশের বেশির ভাগ আড়ৎ ঘরগুলো বন্ধ পড়ে আছে। হাতে গোনা মাত্র দু’তিনটি আড়ৎ খোলা রয়েছে।

হাটে আমের দর দেখতে আসা বাগান মালিক সিদ্দিকুর রহমান বলেন, আম ভাঙ্গা শুরু হলেও আবহাওয়ার কারণে এবার আম একটু দেরিতে পাঁকবে। তাছাড়া ঈদের বাকি আছে আর মাত্র ৪/৫ দিন। ঈদের পরই সবাই আম নিয়ে ব্যস্ত থাকবেন। এবার বেশিরভাগ বাগানগুলোতে পর্যাপ্ত আম ধরেছে। তার ওপর বড় রকমের দুর্যোগ না হওয়ায় গতবারের তুলনায় এবার দ্বিগুন আম উৎপাদন হবে। তবে করোনা ও লকডাউনের কারণে এবার আমে বাজার কেমন হবে বলা মুশকিল।

স্থানীয় আড়ৎদার রাজু আহম্মেদ বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গত ১৫ তারিখে আম ভাঙা শুরু হলেও বর্তমানে বাজার এখনো জমে উঠেনি। করোনার প্রভাবের কারণে ও সামনে ঈদের আগে মনে হয় চাষীরা আম ভাঙতে চাচ্ছেন না। যার কারণে এখন সারাদিনে হাতে গোনা কয়েক ভ্যান আম কেনা বেচা হয়।

বর্তমানে গুটি জাতীয় আমের মৌসুম চলছে। আমের প্রকার ভেদে ৬০০ টাকা থেকে ১২০০ টাকা দরে কেনা-বেচা হচ্ছে। তবে লকডাউনের কারণে আম আড়ৎগুলোতে দেশে বিভিন্ন অঞ্চলের বড় ক্রেতাদের আগমন এখনো শুরু হয়নি।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান বলেন, গত ১৫ তারিখে আম ভাঙা শুরু হলেও এখনো বাজার ভালোভাবে জমে উঠেনি। তবে আম আড়ৎ ও বাগানগুলোতে সার্বক্ষণিক আমাদের মনিটরিং রয়েছে।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল