ভাড় উত্তোলন যন্ত্র ছিঁড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকৌশলীর মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ এপ্রিল ২০২০, ১১:০৮
পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দায়িত্ব পালনরত অবস্থায় আব্দুল মমিন (৪২) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্মাণ কাজের ভাড় উত্তোলন যন্ত্র ছিঁড়ে আঘাত পাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মমিন পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মমিন প্রায় দুই মাস আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চাকরিতে যোগদান করেন। বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব পালনকালে মালামাল বহন করা ভার উত্তোলন যন্ত্র ছিঁড়ে গুরুতর আহত হয় সে। ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
শুক্রবার ময়নাতদন্ত শেষে পাবনায় তার নিজ গ্রামের বাড়িতে লাশ আনা হবে বলে তার ভাই রেজাউল ইসলাম জানিয়েছেন। তবে জানাজার নামাজের সময় এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি।
ঈশ্বরদী থানার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা