২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

করোনার ছুটি পেয়ে অহেতুক ঘোরাঘুরি, শতাধিক বাইক আটক

করোনার ছুটি পেয়ে অহেতুক ঘোরাঘুরি, শতাধিক বাইক আটক - ছবি : নয়া দিগন্ত

করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে প্রচারণার পাশাপাশি অহেতুক ঘোরাঘুরি অপরাধে শতাধিক মোটর সাইকেল (বাইক) আটক করেছে সিংড়া থানা পুলিশ।

গত তিন দিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই বাইকগুলো আটক করা হয়। এর মধ্যে রোববার সকালেই ৪০টি বাইক আটক করে সড়ক পরিবহন আইনে মামলা দেয়া হয়।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এই দূর্যোগের মূহুর্তে মানুষকে ঘরমূখী করতে তাদের এই অভিযান। তবে স্বাস্থ্য ও জরুরী বিদ্যুৎ সেবায় নিয়োজিত কাজে বাইকগুলো এই অভিযানের আওতামুক্ত রয়েছে।

তিনি আরো বলেন, উপজেলার বাজার ও ওলিগলিতে হ্যান্ড মাইকিং ও উপজেলা প্রশাসনের সচেতনতামূলক কাজে সার্বক্ষণি সহযোগিতা করছে থানা পুলিশ।


আরো সংবাদ



premium cement