কিশোরগঞ্জে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে
- কিশোরগঞ্জ (নীলফামারী)সংবাদদাতা
- ২১ জানুয়ারি ২০২০, ১৫:১৭, আপডেট: ২১ জানুয়ারি ২০২০, ১৫:৪৫
নীলফামারীর কিশোরগঞ্জে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। গত ৬ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা রোগে ৭৮জন ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যা ৬২জন।
হিমশীতল ঠান্ডা বাতাসের সাথে গত রোববারের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতের মাত্রা যেন কয়েকগুণ বেড়ে গেছে। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মিলছেনা। এসময় মাঠ-ঘাট ঢাকা পড়ছে ঘনকুয়াশার চাঁদরে। যানবাহন গুলোকে হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। ছিন্নমুল মানুষ গুলো গরম কাপড়ের অভাবে খড়কুঠো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেনা।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানাগেছে, গত ১৫ জানুয়ারী থেকে ২১ জানুয়ারী পর্যন্ত শীতজনিত বিভিন্ন রোগে আক্রন্ত হয়ে ভর্তি হয়েছে ৭৮জন। এর মধ্যে ৬২জনেই শিশু। তীব্র শীতে সর্দিকাশি, নিউমোনিয়া শ্বাস কষ্ঠ ও কোন্ড ডায়রিয়া রোগির সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ভারপ্রাপ্ত পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজাত শরীফ জেমস বলেন, মাত্রাতিরিক্ত ঠান্ডার কারণে বিভিন্ন শীতজনিত রোগে রোগির সংখ্যা বাড়ছে। মায়েরা একটু শতর্ক থাকলে শিশুরা রোগ থেকে রক্ষা পাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা