২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পুলিশ হেফাজতে আসামিকে চড়ালেন আইনজীবী

- ছবি: সংগৃহীত

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নড়াইল আদালত চত্বরে এক আসামিকে চড়-থাপ্পড় মেরেছেন আইনজীবী ! মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, যৌতুক মামলার আসামি নড়াইলের সীতারামপুর গ্রামের সুমন হোসেনকে (৪০) মঙ্গলবার দুপুরে ম্যাজিস্ট্রেট আদালত থেকে কোর্টহাজতে নেয়ার পথে আইনজীবী সমিতি ভবনের সামনে তাকে (সুমন) চড়-থাপ্পড় মারেন এক আইনজীবী।

অভিযোগ রয়েছে, বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলামের জুনিয়র আইনজীবী খন্দকার সোহেলী পারভীন শিলি সুমনের মুখে চড়-থাপ্পড় মারেন।

পুলিশের আদালত পরিদর্শক আমিরুল ইসলাম জানান, সুমন আদালতে থাকাকালীন বাদী পক্ষের আইনজীবী নজরুল ইসলামের কাছে জানতে চায়-মামলাটির কী অবস্থা? এরপর ম্যাজিস্ট্রেট আদালত থেকে কোর্টহাজতে নেয়ার পথে আইনজীবী সমিতি ভবনের সামনে অ্যাডভোকেট খন্দকার সোহেলী পারভীন শিলিকে সুমনের মুখে একটি চড় মারেন। এ ঘটনায় ওই আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত পরিদর্শক আমিরুল ইসলাম। এ ব্যাপারে খন্দকার সোহেলী পারভীন শিলিকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।


আরো সংবাদ



premium cement