২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`
২৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্ম-বিরতি

গুরুদাসপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

গুরুদাসপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। - ছবি : নয়া দিগন্ত

দীর্ঘ ২৮ মাসের বকেয়া বেতনের দাবিতে দিনভর সব কার্যক্রম বন্ধ রেখে নাটোরের গুরুদাসপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নসূত্রে জানা যায়, পৌরসভায় কর্মরত ৭২ জন কর্মকর্তা-কর্মচারী দীর্ঘ ২৮ মাসের বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। বেতন ভাতা না পাওয়ায় মাহে রমজানের বাজারও কেউ করতে পারছেন না। পরিবার নিয়ে বিপাকে রয়েছে সবাই। এ কারণে ‘দফা এক-দাবি এক’ স্লোগানে গুরুদাসপুর পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ২৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্ম-বিরতি করেছেন।

পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সমন্বয়ক শহিদুল ইসলাম শেখ জানান,‘দীর্ঘ ২৮ মাসের বকেয়া বেতন না পাওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। ইতোপূর্বে পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা রাজস্বখাত থেকে বেতন পরিশোধ করতেন। কিন্তু বর্তমানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বকেয়া বেতন দিতে রাজি না। বুধবার দুপুরে বেতন পরিশোধ করার আশ্বাস দিয়ে যান তিনি। দুপুরের পর ইউএনও’র কার্যালয়ে গিয়েছিলেন সব কর্মকর্তা-কর্মচারীরা। মাত্র ৪ মাসের বেতন দিতে চাওয়ায় তারা পুনরায় অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ মিছিল শুরু করেছেন।

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, গুরুদাসপুর পৌরসভায় তিনি পৌর প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো কর্মকর্তা-কর্মচারীর বেতন বকেয়া নেই। তারা যেগুলো করছেন সেগুলো আইনবিরোধী। তিনি আইনের বাইরে যেতে পারবেন না। তারপরও ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে পরামর্শ করে চার মাসের বেতন দিতে চেয়েছিলেন। কিন্তু তারা রাজি হননি।


আরো সংবাদ



premium cement
ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান পাটজাত পণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের সমাধান চায় বিজেএসএ আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি : আব্দুল আজিজ হাওলাদার ১-৩ গোলে হার বাংলাদেশের ব্যাংকে কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ আজ ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

সকল