বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে মারধর, নিহত ১
- বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২
নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে মারধরের ঘটনায় কামাল ব্যাপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কামাল ব্যাপারী মানিকপুর গ্রামের মরহুম ইসমাইল ব্যাপারীর ছেলে।
জানা গেছে, মানিকপুর গ্রামের কামাল ব্যাপারীর ভাতিজা সুমন ব্যাপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে গান বাজানো হচ্ছিল। এমন সময় প্রতিবেশী মরহুম আকু ব্যাপারীর ছেলে সামসুল ব্যাপারী, শাহজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী বিয়ে বাড়িতে এসে গান বাজানোকে কেন্দ্র করে হৈচৈ শুরু করে। এ সময় তর্ক-বিতর্কের একপর্যায়ে তারা কামাল ব্যাপারীর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী মারা যান।
বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা