২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের অর্ধ-উলঙ্গ করে র‍্যাগ দেয়ার অভিযোগ

- ছবি : নয়া দিগন্ত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে র‍্যাগিং ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ১৬তম ব্যাচের কয়েক শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সাত শিক্ষার্থী মোহাম্মদ রানা হোসেন, রুম্মান, রবিন, তৌকির, আশিক, বুরহান ও ফাহিমকে চা খাওয়ার নাম করে লস্করপুরের চেতনার মোড়ে একটি ছোট রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শার্টের হাতা গুটিয়ে রাখা নিয়ে নানা প্রশ্ন করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে রুম্মানকে তার শার্ট খুলতে বলা হয়, কিন্তু সে অস্বীকৃতি জানালে জোরপূর্বক তার শার্ট খুলতে বাধ্য করা হয়।

অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়েছে, এর আগে অন্তত তিনবার ক্যাম্পাসের বাইরে নিয়ে গিয়ে ভুক্তভোগীদের মানসিক নির্যাতনের শিকার হতে হয়। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে ১২ জানুয়ারি, যখন সন্ধ্যা থেকে রাত ৩টা পর্যন্ত নির্যাতন চালানো হয়। ওই সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস কেড়ে নেয়া হয়, যাতে তারা কারো সাথে যোগাযোগ করতে না পারে। দীর্ঘ সময় আটকে রাখার ফলে অনেকে চরম মানসিক চাপে ভেঙে পড়ে।

অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, ডিসেম্বর মাসে দারুল আমান ট্রাস্ট মাদরাসা মাঠে তাদের নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, কেউ কেউ বমি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘সেপ্টেম্বর মাস থেকে আমাদের ওপর এই মানসিক নির্যাতন চলে আসছে। আমরা প্রথমে সহ্য করলেও ১৫ ফেব্রুয়ারির ঘটনার পর বাধ্য হয়ে বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেই।’

আরেক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমরা বাড়ি থেকে পড়াশোনা করতে এসেছি, কিন্তু এখানে এসে আমাদের অকথ্য নির্যাতনের শিকার হতে হচ্ছে। আগের নির্যাতনের কারণে আমাদের ব্যাচের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। মানসিকভাবে আমরা সবাই বিপর্যস্ত।’

সিনিয়র সাত শিক্ষার্থীর নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহা: আশিকুর রহমান অভি বলেন, ‘দু’পক্ষকে ডেকে আমরা তাদের সাথে কথা বলেছি এবং যারা ভুলটা করেছে তারা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে।’

তিনি আরো বলেন, ‘তারা স্টেটমেন্ট দিয়েছে পরবর্তীতে এরকম কার্যক্রমে যুক্ত হবে না। তারা তাদের ভুল শিকার করেছে এবং যাদের সাথে করেছে তারাও এটা গ্রহণ করেছে এখন আর আমাদের ব্যবস্থা নেয়ার কিছুই নেই।’

তিনি বলেন, ‘আর বিষয়টি আমার বিভাগ ছাড়াও প্রক্টর অফিস, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতর জানেন।’


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল