০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

বগুড়ায় গুড়িয়ে দেয়া হলো আ'লীগ ও জাসদ অফিস

- ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর করে অগ্নিসংযোগ করার পর গুড়িয়ে দেয়া হয়েছে একাংশ। একইসাথে ভেঙে দেয়া হয়েছে ঐতিহ্যবাহী টাউন ক্লাব এবং জেলা জাসদের (ইনু) কার্যালয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এসব ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে প্রবেশ করে ১২তলা ভবনের নিচতলায় শেখ হাসিনার নাম ফলক হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে। তারা রাত ৮টার দিকে স্টেশন রোড, নবাববাড়ি সড়ক দিয়ে পাঁচ শতাধিক ছাত্র-জনতা ‘দিল্লি না ঢাকা‘ ‘ঢাকা-ঢাকা‘ ‘ভুয়া ভুয়া‘ স্লোগান দিয়ে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। রাত ১০টার দিকে ক্রেন দিয়ে আওয়ামী লীগ অফিস, পাশের টাউন ক্লাব ভবন ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদকান রনির ব্যক্তিগত অফিস ভবন গুড়িয়ে দেয়া হয়। এরপর বিক্ষুদ্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ অফিস সংলগ্ন জেলা জাসদ কার্যালয় ভাঙচুর করে। পরে তারা অফিসের ভেতর থেকে আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। পরে রাত ১২টার দিকে ক্রেন দিয়ে ভবন গুড়িয়ে দেয়া হয়।

একই সময়ে থানা রোডে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হাজার মানুষ সেখানে উল্লাস প্রকাশ করে। কিন্তু এসব দলের কোনো নেতাকর্মী দেখা যায়নি।


আরো সংবাদ



premium cement