ফ্যাসিবাদ উৎখাত করেছে ছাত্ররা আর তাদের সাহস জুগিয়েছেন শিক্ষকরা
- রাজশাহী ব্যুরো
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১০
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690437_124.jpg)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, শিক্ষকরা জাতির গর্বিত সম্পদ। তাদের মানসম্মত জীবন যাপনের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদ উৎখাত করেছে ছাত্ররা আর তাদের সাহস জুগিয়েছেন সম্মানিত শিক্ষকমণ্ডলী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের তানোর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি অপরিহার্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আলোকিত সমাজ গঠনের সবচেয়ে মূখ্য ভূমিকা পালন করেন শিক্ষকরা। শিক্ষা ও শিক্ষকদের উন্নয়ন ছাড়া জাতির ভবিষ্যত প্রজন্ম নৈতিক ও আদর্শবান করে তোলা সম্ভব নয়। তিনি শিক্ষকদের মানসম্মত বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।