আ’লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন
- রাজশাহী ব্যুরো ও বাঘা সংবাদদাতা
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৫
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690384_115.jpg)
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে থাকা পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে ভাঙচুর করে আগুন দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা প্রথমে তার বাসভবনে ঢুকে ভাঙচুর চালায়। পরে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাড়ে চার শ’ জনের একটি মিছিল বিভিন্ন স্লোগান দিতে দিতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনের সামনে জড়ো হন। পরে বিক্ষুব্ধ জনতা ওই বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশে করে সব রুমে ভাঙচুর চালায়।
একপর্যায়ে দুপুর ১২টার দিকে শাহরিয়ার আলমের বাসভবনে আগুন দেয়া হয়। সাথে সাথে পুরো চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসভবনের ভেতরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে তার বিকট শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ দিকে আগুন লাগার প্রায় ঘণ্টাখানেক পর বাঘা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ততক্ষণে বাসভবনের অধিকাংশ রুমই পুড়ে যায়।
বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মিজানুর রহমান জানান, ‘শাহরিয়ার আলমের বাসভবনে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে স্থানীয় জনতার সাথে সমন্বয় করে দুপুর দেড়টার দিকে পুরো বাসভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ জানান, ‘এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’