নাটোরে জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা
- নাটোর প্রতিনিধি
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১১
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690355_150.jpg)
নাটোরে বলুডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় অবস্থিত ওই কার্যালয়ের সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করে। পরে বুলডোজার নিয়ে কার্যালয়ের দেয়াল গুঁড়িয়ে দেয়া হয়।
এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে ‘ফ্যাসিবাদিদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। পরে কার্যালয়টিকে জুলাই শিশু পার্ক করার ঘোষণা দেন ছাত্র-জনতা।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরেই কার্যালয়ে ভাঙচুর চালায় ছাত্র-জনতা।
এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের আলোচিত জান্নাতি প্যালেসে আবারো আগুন জ্বালিয়ে মাইকে গান দিয়ে নাচানাচি করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।