এনায়েতপুরে ট্রাকচাপায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত
- চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৩
সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাকচাপায় শামীম হোসেন (৩৫) নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এনায়েতপুর কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শামীম টাঙ্গাইল সদরের বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
সূত্রে জানা গেছে, ‘শামীমের শ্বশুর বাড়ি বেলকুচি থেকে বৃহস্পতিবার ভোরের দিকে এনায়েতপুর হাসপাতাল এলাকায় এসেছিল। কাজ শেষে শ্বশুর বাড়ি মোটরসাইকেলে ফেরার পথে কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যমুনার তীর রক্ষায় ব্যবহৃত ব্লকবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাক আটক করা হয়েছে।‘
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা