নিখোঁজ আব্দুল মজিদের লাশ উদ্ধার
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮
শাহজাদপুর বড়াল নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আব্দুল মজিদের লাশ উদ্ধার করা করেছে রাজশাহী ডুবুরি দল। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজ আব্দুল মজিদ শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি পশ্চিমপাড়া গ্রামের আবু হানিফের ছেলে।
রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সদস্য জুয়েল রানা ৩০ ফুট পানির নিচ থেকে নিখোঁজ আব্দুল মজিদের লাশ তুলে নিয়ে আসেন তীরে। তিনি জানান, আব্দুল মজিদ নিখোঁজ নৌকার সাথে দড়ির বাঁধন দিতে সক্ষম হয়েছিলেন, কিন্তু পানির উপরে উঠতে পারেননি। সম্ভবত অক্সিজেনের অভাবে পানির নিচেই তিনি মারা যান।
সোমবার দুপুরে দিকে শাহজাদপুর উপজেলার রাউতারা স্লুইসগেটের দক্ষিণ পাশে বড়াল নদীতে বালু বোঝাই নৌকা ডুবে যায়। নৌকায় থাকা লোকজন সাঁতার দিয়ে তীরে উঠতে পারলেও বালু বোঝাই নৌকা ডুবে নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজ নৌকা উদ্ধার করতে দশ হাজার টাকার চুক্তিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বড়াল নদীতে নামে স্থানীয় ডুবুরিখ্যাত ট্যাংকলরি শ্রমিক আব্দুল মজিদ (৪৩)। আব্দুল মজিদ বড়াল নদীর গভীর পানিতে ডুব দিয়ে নৌকার সন্ধান পান। পরে নৌকার সাথে দড়ি বেঁধে দিতে গিয়ে নিজেই নিখোঁজ হন। খবর পেয়ে বাঘাবাড়ি নৌঘাটের নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করে তাকে উদ্ধার করতে পারেনি।
বাঘাবাড়ী নৌ ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন জানান, নৌকা ডুবে যাওয়ার স্থানে পানির গভীরতা অনেক বেশি। তাই রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডাকা হয়।