০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

বগুড়ায় বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

বগুড়ায় উদ্ধার বিলুপ্তপ্রায় গন্ধগোকুল বন বিভাগে হস্তান্তর করা হয় - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার সোনাতলা উপজেলা থেকে বিলুপ্তপ্রায় প্রাণী গন্ধগোকুল উদ্ধার করেছেন জাতীয় পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) সদস্যরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সুজাইতপুর দক্ষিণপাড়া থেকে প্রাণীটিকে উদ্ধার করে বগুড়া সামাজিক বন বিভাগে হস্তান্তর করা হয়।

জানা যায়, সোনাতলা উপজেলার সুজাইতপুর দক্ষিণপাড়ায় একটি গন্ধগোকুল আটক করে রাখা হয়েছে। এমন খবর পেয়ে তীর কেন্দ্রীয় কমিটির পরামর্শে সংগঠনের সদস্যরা দুপুর ১২টার দিকে সেখানে গিয়ে গন্ধগোকুলটিকে উদ্ধার করে বগুড়ার সামাজিক বন বিভাগে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন তীরের সভাপতি মো: হোসেন রহমান, সাধারণ সম্পাদক অমিত সাহা ও সোনাতলা উপজেলা ফরেস্ট অফিসের জুলফিকার আলী।

তীরের সভাপতি হোসেন রহমান জানান, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইনে গন্ধগোকুল প্রজাতিটি সংরক্ষিত এবং জাতিসঙ্ঘের পরিবেশ ও বন্যপ্রাণী বিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচারের (আইইউসিএন) মতে প্রাণীটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত।

তিনি আরো জানান, ‘বাংলাদেশে ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী গন্ধগোকুলকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। নিশাচর এ প্রাণীটি এক সময় প্রচুর পাওয়া গেলেও বর্তমানে তেমন চোখে পড়ে না।’


আরো সংবাদ



premium cement