০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

বগুড়ায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার

গ্রেফতার হওয়া পাঁচ আ’লীগ নেতা - ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে হত্যা, ভাঙচুর ও নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে রোবাবরও তাদেরকে গ্রেফতারে অভিযান চালানো হয়। গত ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন বগুড়া পৌর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের সদস্য খামারকান্দি গ্রামের মেহেদী হাসান (৩৫), মাটিডালী এলাকার রিমন রহমান কাঞ্চন (২৫), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশাল শেখ (২৭), পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেন (৫৫) ও সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুন্নবী রাসেল (৪০)।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘গত ৫ আগস্টের পর তাদের নামে সদর থানায় হত্যাসহ একাধিক মামলা করা হয়। গ্রেফতারের পর সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement