শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : মুজিবুর রহমান
- রাজশাহী ব্যুরো
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৬, আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৭
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বিকল্প নেই মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘শ্রমিক জনগোষ্ঠী আজ অবহেলিত ও নিষ্পেষিত। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ছাড়া ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়। তাই দেশের সকল শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে কল্যাণকর সমাজ গঠনে গণসচেতন করে গড়ে তুলতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘রাসূল সা: আল্লাহর দেয়া একটি কিতাবের মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। যে সমাজে ছিল না ধনী-গরিবের বিভেদ। সমুন্নত ছিল মালিক-শ্রমিক সকলের সমান মর্যাদা।’
ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক মো: কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবর রহমান ভূঁইয়া, জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুস সবুর, জেলার বিশেষ উপদেষ্টা গোলাম মুর্তজা, রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, জেলার সহ-সভাপতি অধ্যাপক জামিলুর রহমান ও জেলার সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিশেষ অতিথির বক্তব্যে মুজিবর রহমান ভুঁইয়া বলেন, ‘দুই-তৃতীয়াংশ শ্রমজীবীর এই দেশে মানুষ প্রতিনিয়ত দারিদ্রতার সাথে লড়াই করে জীবিকা নির্বাহ করছে। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেও তাদের অনেকের ঘরে বিভিন্ন সময় চুলায় আগুনও জ্বলে না। কারণ শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে সবসময় বঞ্চিত থাকে। আবার নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে অনেককে রাজপথে জীবন দিতে হয়। এজন্য তিনি সৎ ও যোগ্য নেতা রাষ্ট্রের সকল পর্যায়ে নির্বাচিত করতে শ্রমিক নেতাদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা