সিরাজগঞ্জে ফুলজোড় নদীতে গোসলে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৯, আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৫
সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ফুলজোড় নদীতে গোসলে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই সিরাজগঞ্জ শহরের বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযানে অংশ নেয়ার জন্য রাজশাহী থেকে আধুনিক মানের ডুবুরি দল ডাকা হয়েছে। ইতোমধ্যে তারা সিরাজগঞ্জের উদ্দেশে রওয়ানা করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা