২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ধ্বংস করা মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ চলছে : শাহজাহান মাদানী

সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ ড. মুহাম্মাদ শাহজাহান মাদানী - ছবি : নয়া দিগন্ত

ধ্বংস করা মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ চলছে মন্তব্য করে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মুহাম্মাদ শাহজাহান মাদানী বলেছেন, ‘বিগত সরকার মাদরাসা শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়েছিল। সেই অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে।’

তিনি বলেন, ‘ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনসহ শিক্ষকদের সমস্যা সমাধানে ৩০ দফা দাবি সরকারের কাছে তুলে ধরা হয়েছে। তিনি দ্বীন কায়েমের জন্য মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।’

শনিবার (২৫ জানুয়ারি) শহীদ টিটু মিলনায়তনে মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মাদ আবু ইউছুফ খান, জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মুফতী মুহাম্মাদ ফারুক আহমদ, জেলা শিক্ষা অফিসার মো: রমজান আলী আকন্দ, জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল হক সরকার, শহর উপদেষ্টা অধ্যক্ষ মো: আবিদুর রহমান সোহেল, মাওলানা আব্দুল হাকিম সরকার, অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক আব্দুল বাছেদ, সদস্যসচিব ড. আবু সালেহ মামুন।

অনুষ্ঠানে সম্মেলনের সভাপতি আবু বকর সিদ্দিক বগুড়ায় মাদরাসা শিক্ষা বোর্ডের অফিস ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অফিস স্থাপনের দাবি জানান।

অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিককে সভাপতি, ড. আবু সালেহ মামুনকে সেক্রেটারি করে ৪১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। শেষে ৩০ দফা দাবিতে একটি মিছিল শহর ঘুরে শেষ হয়। এতে প্রায় দেড় হাজার শিক্ষক অংশ নেন।


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ন্যায় বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে, আশা ক্যাডম্যানের নোয়াখালীতে নিখোঁজের ৭ দিন পর শিশুর লাশ উদ্ধার মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু গাজার জনগণের ওপর যে পরিমাণ বোমা ফেলা হয়েছে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের হাসিনার সামরিক উপদেষ্টাসহ ১৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা ফিলিস্তিনি জনগণ তাদের জমি ও পবিত্র স্থানগুলো ছাড়বে না : মাহমুদ আব্বাস বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন সাবেক বিচারপতি মানিক সুস্থ আছেন : কারা কর্তৃপক্ষ নারী শিক্ষার্থীদের সুবিধায় ৭ দফা দাবি জবি শিবিরের

সকল