ধ্বংস করা মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ চলছে : শাহজাহান মাদানী
- বগুড়া অফিস
- ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:৪৪
ধ্বংস করা মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ চলছে মন্তব্য করে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ড. মুহাম্মাদ শাহজাহান মাদানী বলেছেন, ‘বিগত সরকার মাদরাসা শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়েছিল। সেই অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে।’
তিনি বলেন, ‘ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনসহ শিক্ষকদের সমস্যা সমাধানে ৩০ দফা দাবি সরকারের কাছে তুলে ধরা হয়েছে। তিনি দ্বীন কায়েমের জন্য মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।’
শনিবার (২৫ জানুয়ারি) শহীদ টিটু মিলনায়তনে মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মাদ আবু ইউছুফ খান, জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মুফতী মুহাম্মাদ ফারুক আহমদ, জেলা শিক্ষা অফিসার মো: রমজান আলী আকন্দ, জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল হক সরকার, শহর উপদেষ্টা অধ্যক্ষ মো: আবিদুর রহমান সোহেল, মাওলানা আব্দুল হাকিম সরকার, অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক আব্দুল বাছেদ, সদস্যসচিব ড. আবু সালেহ মামুন।
অনুষ্ঠানে সম্মেলনের সভাপতি আবু বকর সিদ্দিক বগুড়ায় মাদরাসা শিক্ষা বোর্ডের অফিস ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অফিস স্থাপনের দাবি জানান।
অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিককে সভাপতি, ড. আবু সালেহ মামুনকে সেক্রেটারি করে ৪১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। শেষে ৩০ দফা দাবিতে একটি মিছিল শহর ঘুরে শেষ হয়। এতে প্রায় দেড় হাজার শিক্ষক অংশ নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা