সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৪
- সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
- ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:২৪
পাবনার সাঁথিয়ায় সড়কে সিএনজির চাপায় সাজিদ (৯) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সারে ১১টার দিকে সাঁথিয়া- চাকলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকসহ আরো চারজন আহত হয়েছেন।
নিহত স্কুলছাত্র উপজেলার আফরা গ্রামের ফারুকের ছেলে ও আফরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে সাঁথিয়া পৌরসদর থেকে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সাঁথিয়া প্রতিনিধি আশিক ইকবাল রাসেল পরিবারের সদস্যদের নিয়ে সিএনজিযোগে আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। সাঁথিয়া-চাকলা সড়কের আফড়া চরপাড়া গ্রামে পৌঁছালে রাস্তার পাশে সাজিদসহ শিশুরা খেলছিল। এ সময় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই সাজিদ নিহত হয়।
আহত হয় একই গ্রামের সাজিদের সহপাঠী মেহেদী (৯), যাত্রী সাংবাদিক আশিক ইকবাল রাসেল, মনিরা (৭) এবং সিএনজিচালক মাহাতাব। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে। পরে সিএনজিচালককে উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিক্যালে পাঠানো হয়েছে।
আফরা আইডিয়াল স্কুলের শিক্ষক মনিরুজ্জামান মনি বলেন, আজ সাজিদের জন্মদিন ছিল। এ দিনেই সে মারা গেল।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আবদুল লতিফ বলেন, শিশুরা রাস্তার পাশে খেলছিল। লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা