২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের ১০ বছরের আটকাদেশ

- ছবি : নয়া দিগন্ত

নাটোরে স্বামীকে মোটরসাইকেল কিনে না দেয়ায় নিজের মাকে গলা কেটে হত্যার দায়ে কিশোরী মেয়ে নুশরাত জেরিন ববিকে (১৬) ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোরের শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

নুশরাত জেরিন ববি গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ী গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সেলিনা খাতুন (৪৫) ও নজরুল ইসলামের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে নুশরাত জেরিন ববি তার নিজের পছন্দমতো খালাত ভাই সোহেল রানার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। কিছু দিন পরে পরিবার তাদের বিয়ে মেনে নিলে ববি তার মায়ের কাছে স্বামীর জন্য একটি মোটরসাইকেল কিনে দিতে চাপ দেয়। মোটরসাইকেল কিনে দিতে রাজী না হওয়ায় ২০২১ সালে ২২ মার্চ সন্ধ্যায় বাবার বাড়িতে এসে মা সেলিনা খাতুনের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এ সময় ববি তার কাছে থাকা ধারালো ব্লেড দিয়ে সেলিনা বেগমের গলা কেটে হত্যা করে। এ ঘটনার পরের দিন সেলিনা খাতুনের ভাই সুলতান আহমেদ গুরুদাসপুর থানায় তার ভাগ্নিকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে আরো জানা গেছে, মামলার পরে পুলিশ অভিযুক্ত নুশরাত জেরিন ববিকে গ্রেফতার করে আদালতে হস্তান্তর করলে ববি নিজের দোষ স্বীকার করে। পরে ববি আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যায়। মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে পেনাল কোড-এর ৩০২ ধারায় ববি দোষী সাব্যস্ত হওয়ায় আজ তার অনুপস্থিতেই বিচারক এই রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, ববি আটকের দিন থেকে এই আটকাদেশ কার্যকর হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাটলিপিকার শামীম আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক আধিপত্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম দমন বগুড়ায় দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখায় ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিলো জনতা ব্রিকসের প্রসার, ট্রাম্পের ফেরা : শঙ্কার কারণ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল দাগনভূঞায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রীসহ জিয়াউল আহসানের বিরুদ্ধে দুদকের মামলা দেশের সার্বভৌমত্ব অটুট রাখতে যুবকেরা মূখ্য শক্তি : নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশীদের প্রতি আহ্বান ড. ইউনূসের গাজীপুরের কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, গ্রেফতার ৪ নিখোঁজের ৪ দিন পর খড়ের নিচ থেকে আদিবার লাশ উদ্ধার

সকল