২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের ১০ বছরের আটকাদেশ

- ছবি : নয়া দিগন্ত

নাটোরে স্বামীকে মোটরসাইকেল কিনে না দেয়ায় নিজের মাকে গলা কেটে হত্যার দায়ে কিশোরী মেয়ে নুশরাত জেরিন ববিকে (১৬) ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোরের শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

নুশরাত জেরিন ববি গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ী গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সেলিনা খাতুন (৪৫) ও নজরুল ইসলামের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে নুশরাত জেরিন ববি তার নিজের পছন্দমতো খালাত ভাই সোহেল রানার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। কিছু দিন পরে পরিবার তাদের বিয়ে মেনে নিলে ববি তার মায়ের কাছে স্বামীর জন্য একটি মোটরসাইকেল কিনে দিতে চাপ দেয়। মোটরসাইকেল কিনে দিতে রাজী না হওয়ায় ২০২১ সালে ২২ মার্চ সন্ধ্যায় বাবার বাড়িতে এসে মা সেলিনা খাতুনের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এ সময় ববি তার কাছে থাকা ধারালো ব্লেড দিয়ে সেলিনা বেগমের গলা কেটে হত্যা করে। এ ঘটনার পরের দিন সেলিনা খাতুনের ভাই সুলতান আহমেদ গুরুদাসপুর থানায় তার ভাগ্নিকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে আরো জানা গেছে, মামলার পরে পুলিশ অভিযুক্ত নুশরাত জেরিন ববিকে গ্রেফতার করে আদালতে হস্তান্তর করলে ববি নিজের দোষ স্বীকার করে। পরে ববি আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যায়। মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে পেনাল কোড-এর ৩০২ ধারায় ববি দোষী সাব্যস্ত হওয়ায় আজ তার অনুপস্থিতেই বিচারক এই রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, ববি আটকের দিন থেকে এই আটকাদেশ কার্যকর হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাটলিপিকার শামীম আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
সিরাজগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে কম্বল বিতরণ ‘অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন’ ভারত আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিয়েছে : ডা. তাহের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নজরুল ইসলামকে রংপুরে বদলি ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো শিবিরের প্রকাশনা উৎসব সাবেক মন্ত্রী মোজাম্মেলের নাতি গ্রেফতার আমতলীতে একই গ্রামে ৪টি ইটভাটা হুমকিতে জীববৈচিত্র্য ও ফসলি জমি ডুমুরিয়ায় প্রশাসনের ভেঙে দেয়া ইটভাটা ৩ দিনের মাথায় চালু! কিশোরগঞ্জে বালু লুটের মহোৎসব রাজস্ব হারাচ্ছে সরকার হাজরাবাড়ী পৌর এলাকায় যানজটে অতিষ্ঠ সবাই লংগদুতে কোটি টাকার বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

সকল