কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবি শাখা শিবিরের উদ্যোগে কোরআন বিতরণ
- রাবি প্রতিনিধি
- ২২ জানুয়ারি ২০২৫, ১৯:২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদ ও আবাসিক হলগুলোতে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে কোরআন শরীফ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রাবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিকেল ৪টা ৪৫ থেকে ৫টা ৪৫ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, যখন সুইডেন, কানাডা, ইউরোপ আমেরিকা ও পশ্চিমা দেশগুলোতে কোরআন পুড়িয়ে ফেলতো এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা করা হতো তখন মুসলমানদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যেত। আজকে আমাদের প্রিয় বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোরআন পুড়ানোর মতো বিভীষিকা দেখতে হবে এটা আমাদের সবার জন্য মর্মাহত হওয়ার মতো বিষয়। আজ আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ এবং কোরআন নেয়ার জন্য শিক্ষার্থীদের যে ভীড় তাই বলে দেয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআনকে কতটা ভালোবাসে।
রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, এর আগেও আমরা প্রতিবাদলিপি দিয়েছি কিন্তু প্রশাসনের কোনো অগ্রগতি দেখতে পাইনি। এজন্য আমরা গণ কোরআন বিরতণ কর্মসূচি দিয়েছি। প্রশাসন যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেয় আমরা আরো কর্মসূচি দেব। সেক্ষেত্রে বিক্ষোভ-সমাবেশ, মিছিল হতে পারে। কোনো সুবিধাবাদী দল যেন অস্থিতিশীল পরিস্থিতি বা দাঙ্গা লাগাতে না পারে সেটা আমরা খেয়াল রাখব। এছাড়া দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।