বড়াইগ্রামে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা, প্রতিবাদে মানববন্ধন
- বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
- ২১ জানুয়ারি ২০২৫, ১৭:০২
নাটোরের বড়াইগ্রামে মাদক বিক্রিতে বাধা দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং উল্টো মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার পুর্ণকলস গ্রামে নাটোর-পাবনা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনকালে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন, মালয়েশিয়া প্রবাসী রকিবুল হাসান, সমাজসেবক আব্দুল জলিল ও তাছন আলী, গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রতন সরকার এবং গৃহবধু নাসরিন বেগম ও রিতা খাতুন বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, পুর্ণকলস গ্রামের তারেক ভূঁইয়া দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যবসা করে আসছিলেন। এতে স্থানীয় ছাত্র ও যুব সমাজ বিপথগামী হওয়াসহ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। রোববার স্থানীয়রা মাদক বিক্রিতে বাধা দিলে তারেক ও তার স্বজনরা চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে চারজনকে কুপিয়ে জখম করে। পরবর্তীতে নিজেরাও হাসপাতালে ভর্তি হয়ে উল্টো গ্রামবাসীর নামে মামলা দিয়ে হয়রানি করছে।
এ সময় বক্তারা অবিলম্বে মাদকব্যবসা বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ মাদক বিক্রেতা তারেকের উপযুক্ত শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা