২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

বড়াইগ্রামে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলা, প্রতিবাদে মানববন্ধন

মাদক বিক্রিতে বাধা দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং উল্টো মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানি করা হয়েছে। প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। ২১ জানুয়ারি, মঙ্গলবার, নাটোরের বড়াইগ্রামে। - ছবি : নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে মাদক বিক্রিতে বাধা দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং উল্টো মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার পুর্ণকলস গ্রামে নাটোর-পাবনা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনকালে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন, মালয়েশিয়া প্রবাসী রকিবুল হাসান, সমাজসেবক আব্দুল জলিল ও তাছন আলী, গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রতন সরকার এবং গৃহবধু নাসরিন বেগম ও রিতা খাতুন বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, পুর্ণকলস গ্রামের তারেক ভূঁইয়া দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যবসা করে আসছিলেন। এতে স্থানীয় ছাত্র ও যুব সমাজ বিপথগামী হওয়াসহ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। রোববার স্থানীয়রা মাদক বিক্রিতে বাধা দিলে তারেক ও তার স্বজনরা চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে চারজনকে কুপিয়ে জখম করে। পরবর্তীতে নিজেরাও হাসপাতালে ভর্তি হয়ে উল্টো গ্রামবাসীর নামে মামলা দিয়ে হয়রানি করছে।

এ সময় বক্তারা অবিলম্বে মাদকব্যবসা বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ মাদক বিক্রেতা তারেকের উপযুক্ত শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
ট্রাম্পের শুল্কারোপের জবাব দেবে কানাডা ৫ ঘণ্টা পর দৌলতদিয়ায়-আরিচায় নৌযান চালাচল শুরু ইতিহাস গড়ল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজে প্রথম জয় মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু সিলেট মহানগর বিএনপি সভাপতি ও সম্পাদককে শোকজ চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য রাত, মহানাটকীয় ম্যাচে বার্সার জয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম কেন সরব? হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ

সকল