জিয়া চিরদিন মানুষের হৃদয়ের মাঝেই বেঁচে থাকবেন : রিজভী
- গাবতলী (বগুড়া) সংবাদদাতা
- ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:১৫, আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:১৭
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ জিয়াউর রহমান চিরদিন-চিরকাল মানুষের হৃদয়ের মাঝেই বেঁচে থাকবেন। তিনি একজন দেশপ্রেমিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মানুষের ও দেশের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন।
রোববার (১৯ জানুয়ারি) বগুড়ার গাবতলী নশিপুরের জিয়াবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দু্স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশটাকে লুটপাট করে খেয়েছে। তারা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল-জুলুম ও নির্যাতন চালিয়েছে। একথা আমরা ভুলিনি।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সভাপতি রাসেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির, সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসমি দিপু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম এবং বিএনপি নেতা তাহা উদ্দিন নাঈম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা