পালিয়ে যাওয়া স্বৈরাচারের ফিরে আসার সুযোগ নেই : রফিকুল ইসলাম খান
- মোঃ জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
- ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ইরানের রেজা সাহা পাহালবী পালিয়ে গেছে ফিরে আসে নাই। আফগানিস্তানের হামিদ কারজাই পালিয়ে গেছে ফিরে আসে নাই। বাংলার জমিন থেকে লক্ষণ সেন পালিয়ে গেছে ফিরে আসে নাই। ইতিহাস সাক্ষী স্বৈরাচারী হাসিনা ও তার দোসররা যেভাবে পালিয়ে গেছে তাদের আর কোনোদিন এ দেশে ফিরে আসার সুযোগ নাই।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়ায় শহীদ মাহফুজ পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, স্বৈরাচারী হাসিনা স্বৈরাচারী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যে জামায়েত ইসলামীর শীর্ষ নেতাদের বিচারের নামে প্রহসন করে হত্যা করেছে। অসংখ্য নেতা কর্মীদেরকে গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। নেতা কর্মীদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার সাথে জামায়াতে ইসলামীর কর্মীরা জীবন দিয়ে এদেশ স্বৈরাচার মুক্ত করে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে। প্রয়োজন হলে জীবন দিয়ে এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখবো তবুও বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না।
মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, এই গণঅভ্যুত্থান হয়েছে একটি স্বৈরাচারমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, দখলদারমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। কিন্তু যারা দুর্নীতি করে, সন্ত্রাসী করে, দখলদারিত্ব করে, চাঁদাবাজি করে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। বাংলাদেশ জামায়েত ইসলামী সুখী, সমৃদ্ধশালী, আধুনিক, মানবিক, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি আদর্শিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। বাংলার জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই কাজটি করে যাবে ইনশা আল্লাহ।
মাওলানা আব্দুস সুবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সাবেক উপজেলা আমির ড. নজরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, দুর্গানগর ইউনিয়ন জামায়াতের আমির আশরাফুল আলম মুত্তালিব, বড়হর ইউনিয়ন জামায়তের আমির শাহিন আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।