সিংড়ায় বিরল তিলা নাগ ঈগল উদ্ধার
- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৩
নাটোরের সিংড়ায় একটি বিরল প্রজাতির তিলা নাগ ঈগল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের কাছে ঈগলটি হস্তান্তর করে।
এক সপ্তাহ আগে ঈগলটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে কোনো পাখি শিকারির গুলিতে আহত হয়ে ঈগলটি মাটিতে পড়ে যায়। এরপর থেকে বন বিভাগ ও প্রাণীসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে ঈগলটির চিকিৎসা চলছিল।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ঈগলটি এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তাই এটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, ‘এটি বিলুপ্তপ্রায় প্রজাতির তিলা নাগ ঈগল। এরা মূলত সাপ খেয়ে জীবনধারণ করে।’
উল্লেখ্য, ঈগলটি হস্তান্তরের সময় রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়ার্ডলাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সদস্য প্রভাষক মিজানুর, সাংবাদিক শারফুল ইসলাম খোকনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা