১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

বগি লাইনচ্যুত, রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বগি লাইনচ্যুত, রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ - ছবি : সংগৃহীত

রাজশাহী-চিলাহাটি চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর বেলপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ, রাজশাহী থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুর নামক স্থানে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর দু’টি চাকা লাইনের বাইরে এসেছে। এখনো উদ্ধারকাজ চলছে।

তিনি আরো বলেন, এটিই রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন। ফলে আজ সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ আছে। রাজশাহী অভিমুখে আসা ট্রেনগুলোও পথে আটকা পড়েছে। উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারে রেলওয়ে কর্মীরা কাজ করছেন। খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


আরো সংবাদ



premium cement