১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

সিরাজগঞ্জে সাবেক এমপি হেনরীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরী - ছবি : নয়া দিগন্ত

সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরীর জমি, ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি, ১৬ টি গাড়ি, ১৯ ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি টাকা ও যৌথ মালিকানাধীন চার কোম্পানির এক কোটি ৩৪ লাখ টাকা অবরুদ্ধের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ এসব সম্পত্তি ক্রোক করার আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর রেজাউল করিম রেজা শুনানি করেন। পরে বিচারক আবেদন মঞ্জুর করেন।

হেনরী একসময় সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। শিক্ষকতা করা অবস্থায় ২০০৮ সালের সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে তিনি পরাজিত হন। পরবর্তী সময়ে ২০০৯ সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পান হেনরী। তার এ দায়িত্ব পালনকালে আলোচিত হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে। এ ঘটনায় হেনরিসহ পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে।

পরে ২০২৪ সালের কথিত ‘ডামি আর আমি’ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসন থেকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট ভেঙে দেয়া হয় সংসদ। গা ঢাকা দেন এমপি হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান লাবু তালুকদার।

৪ আগস্ট সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা রঞ্জুসহ তিন বিএনপি নেতা-কর্মী নিহত হন। পরে সিরাজগঞ্জ সদর থানায় হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের হয়। এরপর ১ অক্টোবর মৌলভীবাজার থেকে হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে গ্রেফতার করে র‌্যাব। বর্তমানে ওই মামলায় তারা কারাগারে আছেন।


আরো সংবাদ



premium cement
শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা নিউজিল্যান্ড ও আফগানিস্তান দল ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত তেল মারা বন্ধ করেন : সরকারি কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল