নওগাঁয় ভটভটি চাপায় বৃদ্ধের মৃত্যু
- মান্দা (নওগাঁ) সংবাদদাতা
- ১১ জানুয়ারি ২০২৫, ০৮:১৮
নওগাঁর সদর উপজেলায় গরুবাহী একটি ভটভটির চাকায় পিষ্ট হয়ে সাইদুর রহমান (৫৫) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার বলিহার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান মান্দা উপজেলার দক্ষিণ মৈনম গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে সাইদুর রহমান নওগাঁয় চিকিৎসা নিতে যান। চিকিৎসা শেষে সেখান থেকে একটি চার্জার গাড়িতে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার মোড়ের পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ভটভটির সাথে ধাক্কা খেয়ে চার্জার থেকে ছিঁটকে পাকা সড়কের ওপর পড়ে যান। ওই সময় ওই ভটভটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে ভ্যান যোগে পার্শ্ববর্তী মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা