১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

রাজশাহীতে মদ্যপানে ৪ জনের মৃত্যু

রাজশাহীতে মদ্যপানে ৪ জনের মৃত্যু - সংগৃহীত

রাজশাহীতে মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মোহনপুর উপজেলায় দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অসুস্থ চারজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এতে মৃত্যু হয়েছে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ আলী, ময়েজ মন্ডলের ছেলে টুটুল, মোংলার ছেলে একদিল ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েলের।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু, মরহুম জাহান আলীর ছেলে আকবর, সাঈদ আলীর ছেলে মোনা ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন।

রামেক হাসপাতালের মুখপাত্র সংকর কে বিশ্বাস বলেন, ‘তার সবাই মদ্যপান করে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন। যাদের মধ্যে হাসপাতালে দু’জন মারা যান। আর হাসপাতালে পৌঁছার আগে দু’জন মারা যান।’

জাহানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ‘উপজেলা ধোরর্সা গ্রামের হান্নান দেশীয় মদ পটেনসি (কট) ব্যবসায়ী। তার কাছ থেকে মদ কিনে মন্তাজের বাড়িতে বসে মদ্যপান করে তারা। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের রামেকে পাঠানো হয়। যাদের মধ্যে দু’জন হাসপাতালে পৌঁছার আগে ও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশের অনুমতিতে চারজনের লাশ দাফন করা হয়েছে।’

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, এ ঘটনায় মন্তাজের ছেলে মাসুম রানা থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন উপজেলার মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল ও ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement
ক্র্যাবের নতুন সভাপতি তমাল সাধারণ সম্পাদক বাদশাহ অর্থ সম্পাদক আমিনুল এবার মোদি বললেন, ‘আমিও মানুষ, ঈশ্বর নই’ আটক সাবেক ওসির থানা থেকে পলায়ন, বর্তমান ওসি প্রত্যাহার নাইক্ষ্যংছড়িতে অস্ত্র বিক্রির সময় কিশোর আটক, অস্ত্র উদ্ধার চট্টগ্রামে ছাত্র আন্দোলনে হামলায় গ্রেফতার ২ বিভেদের রাজনীতি বাদ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে : সেলিম উদ্দিন ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি সুফিয়ান, সেক্রেটারি রাকিব গাজায় ২০ জানুয়ারির আগেই যুদ্ধ সমাপ্তির আশা হামাসের ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার : মির্জা ফখরুল গাজায় নিহত প্রকাশিত সংখ্যার চেয়ে ৪০ শতাংশ বেশি : ল্যানচেট টেকনাফ মহাসড়কে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে ১ যুবক নিহত, আহত ৩

সকল