রুয়েট শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, স্মারকলিপি প্রদান
- রাজশাহী ব্যুরো
- ০৮ জানুয়ারি ২০২৫, ২০:৪৩
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল হাসানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে বিইসিএম বিভাগের শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক বরাবর স্মারকলিপি জমা দেন। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার।
শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই-আগস্ট মাসে সংঘটিত অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয়া এবং শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর আচরণের কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। স্মারকলিপিতে রাকিবুল হাসানের বিরুদ্ধে ক্লাসে খারাপ ব্যবহার, পরীক্ষায় স্বেচ্ছাচারিতা এবং সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, আমরা রুয়েটের বিইসিএম বিভাগের সাধারণ শিক্ষার্থী। সহকারী অধ্যাপক রাকিবুল হাসানের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার, অপমানসূচক ভাষা ব্যবহার এবং পরীক্ষার খাতায় স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে।
এতে আরো উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের অংশগ্রহণকে হেয় করে তিনি ফেসবুকে একাধিক স্টোরি আপলোড করেছেন। এছাড়া কমন রুমে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেন এবং নিহতদের কটাক্ষ করে স্টোরি দেন, যা তার নৈতিকতা ও পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ করেছে।
শিক্ষার্থীরা বলেন, উচ্চশিক্ষার জন্য তিনি বিদেশে থাকলেও সম্প্রতি দেশে ফিরে এসে পুনরায় কর্মস্থলে যোগ দিয়েছেন, যা তাদের উদ্বেগের কারণ। তাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করে একাডেমিক কার্যক্রম থেকে তাকে বাদ দেয়ার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি গ্রহণকালে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয়া শিক্ষকদের জবাবদিহি করতে হবে, না হলে ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে কয়েকজন শিক্ষকের বেতন বন্ধ রয়েছে। নতুন আইন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে, শিগগিরই সিন্ডিকেট মিটিংয়ে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা