সিংড়ায় যুবলীগ নেতার বিচার দাবিতে মানববন্ধন
থানায় মামলা নিতে গড়িমসি- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯
নাটোরের সিংড়ায় যুবলীগ নেতা সোহাগ মোল্লার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার বিকেল ৫টায় উপজেলার ইটালী বাজারে স্থানীয়রা এ মানববন্ধন করেন।
সোহাগ মোল্লা উপজেলার ইটালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ২ নম্বর ওয়ার্ড সদস্য।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ইটালী গ্রামের হত দরিদ্র কৃষক আবু বক্কর সিদ্দিকের ৫৪ শতক জমির পাকা ধান রাতারাতি যুবলীগ সভাপতি সোহাগ মোল্লা কেটে নিলেও থানায় মামলা নিতে গড়িমসি করা হচ্ছে। আর এই সুযোগে ভুক্তভোগী কৃষক ও তার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে প্রতিপক্ষ যুবলীগ সভাপতি সোহাগ মোল্লা ও তার ক্যাডার বাহিনী। এসময় দ্রুত মামলা নিয়ে যুবলীগ সভাপতির বিচার দাবি করা হয়।
মানববন্ধনে ইটালী ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষক আবু বক্কর সিদ্দিক, যুবদল নেতা শামিম হোসেন, বাজারের ব্যবসায়ী আমিন উদ্দিন, কৃষক শাহাদত হোসেন, রেজাউল কারম এবং সিহাব উদ্দিন প্রমুখ।
ভুক্তভোগী কৃষক আবু বক্কর সিদ্দিকের অভিযোগ, তার ভোগ দখলীয় জমির পাকা ধান যুবলীগ নেতা কেটে নিলেও থানায় গত এক মাস ধরে ঘুরেও কোনো বিচার পাননি। এখন তাকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে জানাবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা