ঈশ্বরদীতে নিয়মিত নামাজ আদায়ে ১৮ শিশুকে বাইসাইকেল উপহার
- শহীদুল্লাহ খান, ঈশ্বরদী (পাবনা)
- ০৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪১
পাবনার ঈশ্বরদীতে নিয়মিত নামাজ আদায়ে ১৮ শিশুকে বাইসাইকেল উপহার দিয়েছে উপজেলার বাঁশেরবাদা বায়তুল্লাহ নুর জামে মসজিদ কমিটি।
শনিবার (৪ জানুয়ারি) বাঁশেরবাদা বাজারে সামিন প্লাজার সামনে এক অনুষ্ঠানে বিজয়ী ১৮ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেয়া হয়।
জানা গেছে, বাঁশেরবাদা এলাকার সমাজ সেবক ও ধর্ম পরায়ণ নজরুল ইসলাম বিপ্লব নিজের অর্থায়নে জায়গা কিনে বায়তুল্লাহ নুর জামে মসজিদ নির্মাণ করেন। তিনি ঘোষণা দেন, যারা ৪০ দিন জামাতের সাথে এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তাদেরকে একটি করে বাইসাইকেল দেয়া হবে। ওই ঘোষণা অনুযায়ী এতে অংশ নেয় ওই এলাকার শিশু-কিশোর ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। কমিটির শর্ত পূরণ করায় ১৮ শিশু-কিশোরদের হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহানাফ আবিদ সামিন, স্টুডেন্ট অব ব্যাচেলার অব ইনফরমেশন টেকনোলজি ইন ম্যাককোয়ারী ইউনিভার্সিটি অষ্ট্রেলিয়া।
এ সময় সমাজসেবক, সাবেক সভাপতি বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মোতয়াল্লী বায়তুল্লাহ নুর জামে মসজিদ নজরুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, হাফেজ মাওলানা নাসির আহমাদ, হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, হাফেজ মাওলানা আবদুল আজিজ, হাফেজ মাওলানা জিয়াোউল ইসলাম বিশ্বাস, হাফেজ মাওলানা শাহরিয়ার, হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম রনি, হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা বেলাল হোসেন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ও বায়তুল্লাহ নুর জামে মসজিদের সভাপতি মাসুদুল হাসান মাসুদ। এ সময় কোরআন থেকে তেলওয়াত করেন ফায়িম ফয়সাল মোয়াজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আয়োজকরা একটি মহৎ ও দৃষ্টান্তমূলক কাজ করেছে। এমন উদ্যোগ প্রতিটি মসজিদ পরিচালনা পরিষদ নিলে সমাজ থেকে কিশোর গ্যাং ও শিশুদের অবক্ষয় রোধ হবে বলে আশা করছি।
তারা বলেন, বায়তুল্লাহ নুর জামে মসজিদে ৪০ দিনব্যাপী তাকাবিরে উলার সাথে নামাজ আদায় করেছে তাদের বাইসাইকেল উপহার দেয়া হয়। পাবনা জেলায় এই প্রথম এমন উদ্যোগ নিয়ে মুসল্লীদের মাঝে বাইসাইকেল উপহার দেয়া হয়। মসজিদে নতুন নতুন মুসল্লী আগমনের জন্য এধরনের পুরস্কারের আয়োজন করা প্রয়োজন। একজন ইমামেরও ৪০ দিন একাধারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো সম্ভব হয় না। কিন্তু কোমলমতি শিশুরা একাধারে ৪০ দিন মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। আমাদের দেশের শিশু-কিশোররা বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে বিপথে চলে যাচ্ছে। তাদেরকে এসব কাজ থেকে বিরত রাখতে মসজিদমুখী করার কোনো বিকল্প নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা