০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

রুপপুর বিদ্যুৎ প্রকল্পের গ্রীনসিটির চার তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর আত্মহত্যা

- ছবি - নয়া দিগন্ত

ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকা গ্রীনসিটির একটি ২০ তলা ভবনের চার তলার জানালা থেকে লাফ দিয়ে মধ্যপ অবস্থায় এক রাশিয়ান নারী আত্মহত্যা করেছেন।

শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে গ্রীনসিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত রাশিয়ান নাগরিক পশতারুক ক্সেনল্লা (৪০) রুপপুর প্রকল্পের এস এম এস-১ কোম্পানিতে কর্মরত ছিলেন। ঘটনার কিছু পরে গ্রীণসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সকালে গ্রীণসিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানার ওসি শহিদুল ইসলাম শহিদসহ রুপপুর ফাঁড়ির সদস্যরা।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, ‘নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তার স্বামী জিজ্ঞাসাবাদের জন্য গ্রীনসিটির সিকিউরিটি সদস্যদের তত্বাবধানে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পাশের রুমের রাশিয়ান নারী নাগরিক ইরিনা জানান, ‘তারা স্বামী-স্ত্রী অতিরিক্ত মদ পান করে সারারাত ঝগড়াঝাটি করেছেন। পরে তিনি জানালা দিয়ে লাফিয়ে আত্নহত্যা করতে পারেন বলে তিনি মনে করছেন।’

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহিদ জানান, ‘তার লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement