০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

সিংড়ায় ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত, মাইকে সতর্ক বার্তা

-

নাটোরের সিংড়ায় গ্রামাঞ্চলে ডাকাত আতঙ্ক শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় মাদক ও চুরির ঘটনা বেড়েছে। এতে নিরুপায় হয়ে নির্ঘুম পার করছেন এলাকাবাসী।

গত শনি ও রোববার রাতে হঠাৎ উপজেলার কৈগ্রামে ডাকাত ডাকাত চিৎকার শুরু হয়। মসজিদে মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক বার্তা দেয়া হয়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। নিজের যান-মাল বাঁচাতে অনেকেই দিগ্বিদিক ছুটতে থাকেন।

রামানন্দ খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান বলেন, গত শনিবার রাতের কোনো এক সময় তার এবং প্রতিবেশী চাঁন আলী আকন্দের বাড়িতে মেডিসিন স্প্রে করা হয়। এতে দুই পরিবারের আট থেকে দশজন অসুস্থ্য হয়ে পড়েন। হঠাৎ রোববার রাতে আবার তাদের গ্রামে ডাকাত আতঙ্কের খবর মসজিদের মাইকে গ্রামবাসীকে সতর্ক করা হয়। ঘুম থেকে উঠে তার বাড়ির গেট এর তালা ভাঙ্গা দেখতে পান। গত দু’দিন ধরে এলাকাবাসীর মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

স্থানীদের সাথে কথা বলে জানা গেছে, কৈগ্রাম, তালহারা, থেলকুড়, মালকুড়সহ খাজুরা ইউনিয়নের সিমান্তবর্তী এলাকায় নিয়মিত মাদক, তাস ও মোবাইল জুয়ার আড্ডা বসে। এতে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। রাত হলেই ওই ইউনিয়নে মোটরসাইকেল নিয়ে যেতে ভয় পান সাধারণ মানুষ।

রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সভাপতি চয়েন উদ্দিন বলেন, রাতে হঠাৎ কৈগ্রাম হাফেজিয়া ও কওমি মাদরাসা, কৈগ্রাম মধ্যপাড়া ও উত্তরপাড়া জামে মসজিদ এবং মথুরাপুর ইসলামী জালসার মাইকে ডাকাত আসার খবরে এলাকাবাসীকে সতর্ক বার্তা দেয়া হয়। এরপর থেকে সবাই সারারাত জেগে কাটিয়েছেন। চুরি-ডাকাতি রোধে ওই ইউনিয়নের ইউপি সদস্যদের সাথে আলোচনা করে প্রতিটি গ্রামেই রাতে পালাক্রমে পাহারা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি ছুটিতে ছিলেন।


আরো সংবাদ



premium cement
সন্ত্রাসী হামলায় পাটগ্রাম উপজেলা প্রধান সমন্বয়ক আহত খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান ‘৭ উইকেট’ ছেলেকে উৎসর্গ করলেন তাসকিন ‘কল্যাণরাষ্ট্র গড়তে সেবা দিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে’ সাবেক এমপি কোম্পানি কমান্ডার কবির উদ্দিন আহমেদের ইন্তেকাল ফরিদপুরে আলতু খাঁন জুট মিলে বয়লার বিস্ফোরণ, আহত ৩ শওকত ওসমান ছিলেন বৈষম্যবিরোধী এবং মানবতা মুক্তির আলোকবর্তিকা তদবির বন্ধে সচিবদের উদ্দেশে তথ্য উপদেষ্টার চিঠি বেরোবিতে ২০ লাখ টাকা অনুদান দিলো রূপালী ব্যাংক পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজ উদ্দিন বাংলাদেশে পাচারের জন্য ভারতের ত্রিপুরায় গাজার চাষ

সকল