০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

সিংড়ায় ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত, মাইকে সতর্ক বার্তা

-

নাটোরের সিংড়ায় গ্রামাঞ্চলে ডাকাত আতঙ্ক শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় মাদক ও চুরির ঘটনা বেড়েছে। এতে নিরুপায় হয়ে নির্ঘুম পার করছেন এলাকাবাসী।

গত শনি ও রোববার রাতে হঠাৎ উপজেলার কৈগ্রামে ডাকাত ডাকাত চিৎকার শুরু হয়। মসজিদে মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক বার্তা দেয়া হয়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। নিজের যান-মাল বাঁচাতে অনেকেই দিগ্বিদিক ছুটতে থাকেন।

রামানন্দ খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান বলেন, গত শনিবার রাতের কোনো এক সময় তার এবং প্রতিবেশী চাঁন আলী আকন্দের বাড়িতে মেডিসিন স্প্রে করা হয়। এতে দুই পরিবারের আট থেকে দশজন অসুস্থ্য হয়ে পড়েন। হঠাৎ রোববার রাতে আবার তাদের গ্রামে ডাকাত আতঙ্কের খবর মসজিদের মাইকে গ্রামবাসীকে সতর্ক করা হয়। ঘুম থেকে উঠে তার বাড়ির গেট এর তালা ভাঙ্গা দেখতে পান। গত দু’দিন ধরে এলাকাবাসীর মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

স্থানীদের সাথে কথা বলে জানা গেছে, কৈগ্রাম, তালহারা, থেলকুড়, মালকুড়সহ খাজুরা ইউনিয়নের সিমান্তবর্তী এলাকায় নিয়মিত মাদক, তাস ও মোবাইল জুয়ার আড্ডা বসে। এতে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। রাত হলেই ওই ইউনিয়নে মোটরসাইকেল নিয়ে যেতে ভয় পান সাধারণ মানুষ।

রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সভাপতি চয়েন উদ্দিন বলেন, রাতে হঠাৎ কৈগ্রাম হাফেজিয়া ও কওমি মাদরাসা, কৈগ্রাম মধ্যপাড়া ও উত্তরপাড়া জামে মসজিদ এবং মথুরাপুর ইসলামী জালসার মাইকে ডাকাত আসার খবরে এলাকাবাসীকে সতর্ক বার্তা দেয়া হয়। এরপর থেকে সবাই সারারাত জেগে কাটিয়েছেন। চুরি-ডাকাতি রোধে ওই ইউনিয়নের ইউপি সদস্যদের সাথে আলোচনা করে প্রতিটি গ্রামেই রাতে পালাক্রমে পাহারা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি ছুটিতে ছিলেন।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল