রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার প্রত্যয় : ভোক্তা মহাপরিচালক
- রাজশাহী ব্যুরো
- ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২৭, আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২৭
আগামী রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মোহাম্মদ আলীম আখতার খান বলেন, ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাগরিক হিসেবে ভোক্তাদের যে অধিকারগুলো থাকে তা সংরক্ষণ করে। সমাজে যখন ভোক্তাদের অধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে তখন পৃথকভাবে সেটাকে প্রতিহত করার জন্য এ অধিদফতরের সৃষ্টি হয়েছে।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখনো পুরোনো সংস্কৃতি থেকে বের হতে পারিনি।’
এ সময় পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে তিনি বলেন, ‘আমদানিগত ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে নিম্নগুণগত মানসম্পন্ন পণ্যকেও উচ্চ দামে এলসির মাধ্যমে আনতে হয়েছে। অন্য দ্রব্যের ক্ষেত্রেও দাম বাড়তির দিকে।’
ক্যাবের কার্যক্রমকে মহৎ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা দেখেছি ক্যাব দেশব্যাপী ভোক্তাদের অধিকার সংরক্ষণে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কোথাও মানববন্ধন করেছে, কোথাও আন্দোলন করেছে, কোথাও আমাদের প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। স্বেচ্ছাসেবামূলক কাজে তারা লেগে আছে। কিন্তু তারা এর বিনিময়ে কিছুই পান না।’
অনুষ্ঠানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির প্রধান হিসেবে বিভাগের জেলা প্রশাসকগণকে গোস্তসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে নির্দেশনা দেয়া হয়। রমজানের প্রস্তুতি হিসেবে দ্রুত কৃষি বিপণন অধিদফতরের সাথে সমন্বয় করে বাজার ব্যবস্থা মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ক্যাবের কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আলমগীর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম ও উপ-পুলিশ কমিশনার মো: নাছির উদ্দীন জুবায়ের।
এ সময় ক্যাবের রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা