৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১, ২৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জামায়াত শাসনভার পেলে শাসক হবে না, সেবক হবে : মাওলানা রফিকুল ইসলাম

- ছবি - নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত শাসন ভার পেলে শাসক হবে না, জনগণের সেবক হবে।

তিনি বলেন মেজরিটি-মাইনোরিটি নয়, বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার পাবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশ জামায়াত ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানার সভাপতি মো: আনিছুর রহমানের সভাপতিত্বে এবং আল আমিন মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম।

সম্মেলনে প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জুলাই-আগষ্টের আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়েছে। অতীতে শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় থাকার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা তা করতে চাই না। আমরা শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে চাই। ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে হলে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। ইসলামী শাসন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ কায়েম হবে না, শুধু ক্ষমতার পরিবর্তন হবে। রাহাজানি, চাঁদাবাজি, লুটপাট ও খুন খারাবিও বন্ধ হবে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিগত সরকারের তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ভোটের অধিকারকে হরণ করা হয়েছে। গণতন্ত্রকে ভুলণ্ঠিত করা হয়েছে। এদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করা হয়েছে।

তিনি আরো বলেন, ভারত থেকে শেখ হাসিনা ফিরে আসার উঁকিঝুঁকিতে এদেশীয় যারা নড়াচড়া করার চেষ্টা করছেন, আপনারা নড়াচড়া করার চেষ্টা করবেন না। জনগণ, ছাত্র-জনতা এখনো ঘুমায়নি। দাঁতভাঙ্গা জবাব দিতে সদা প্রস্তুত আছে।

এ সময় তিনি জুলাই-আগস্টে নিহত ও আহতদের পরিবারকে সাহায্য-সহযোগিতা করার জন্য ইউনূস সরকারের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি সোলায়মান হোসেন, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল ইসলাম শহীদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা এ বি এম আব্দুস সাত্তার, সলঙ্গা থানা ছাত্র শিবিরের সভাপতি মহসিন আলম।

এর আগে সম্মেলনের সলঙ্গা থানা শ্রমিক কল্যাণের ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে আনিছুর রহমান সভাপতি ও আল আমিন মণ্ডল সেক্রেটারি নির্বাচিত হন।


আরো সংবাদ



premium cement
নববর্ষ উদযাপনে ভয়ঙ্কর হয়ে উঠছে আতশবাজি-ফানুস জাতীয় প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বছরব্যাপী দূষণে বিশ্বে রেকর্ড ভঙ্গ দূতাবাসের সত্যায়ন ছাড়া বহির্গমন ছাড়পত্র দেবে না জনশক্তি ব্যুরো সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার আশা করছি আইন ভঙ্গের দায়ে ব্রিটেনে জরিমানার মুখোমুখি টিউলিপ সিদ্দিক ঢাবিতে ফের হাসিনার ছবি অঙ্কন করে জুতা নিক্ষেপ সিলেটের ১০ নম্বর কূপে তেলের খনি, মজুদ দেড় কোটি লিটার পিলখানা হত্যাকাণ্ডের পর হাসিনাকে নিতে অপেক্ষায় ছিল ইন্ডিয়ান প্যারা ব্রিগেড জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গার্মেন্ট খাতে বিনিয়োগ সামান্য শরীয়তপুরে শিশু নিহত পটিয়ায় আহত ৫

সকল