সিংড়ায় খালের বাঁধ অপসারণে অভিযান শুরু
- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৮
সিংড়ার শেরকোল-পাঁচবাড়িয়া খালে আ’লীগ নেতাদের ইটভাটার অবৈধ সাতটি বাঁধ অপসারণ করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ইউএনও মাজহারুল ইসলামের নেতৃত্বে ভেকু দিয়ে খালের অবৈধ বাঁধগুলো অপসারণ করা হয়।
এছাড়াও ওই খালের বাঁকী বাঁধগুলো অপসারণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন ইউএনও। বাঁধ অপসারণে শেরকোল এলাকার বিলের প্রায় ৭০০ একর কৃষি জমির এক যুগের জলাবদ্ধার নিরসন হবে বলে দাবি করছেন কৃষকরা।
জানা গেছে, উপজেলার শেরকোল ও পাঁচবাড়িয়া এলাকায় সড়ক ও জনপদের খালে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জান্নাতুল ফেরদৌসসহ তিনজন ইটভাটার মালিক বাঁধ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। ফলে শেরকোল পাঁচবাড়িয়া, আগপাড়া, মাঝপাড়া, খাগোরবাড়িয়া, মাদারীগ্রামের প্রায় ৭০০ একর ফসলী জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রায় সহস্রাধিক কৃষকের রবিশস্য ও বোরো ধান চাষাবাদ বিঘ্নিত হচ্ছিল।
কৃষকদের অভিযোগ, আ’লীগের প্রভাবশালী নেতাকর্মীরা খালের মাঝে মাঝে অবৈধ বাঁধ নির্মাণে বিলের প্রায় সহস্রাধিক কৃষক এক যুগেরও বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছিল। তিন ফসলী জমিতে এক ফসল চাষাবাদ হতো। প্রতি বছরই কৃষকরা ক্ষতিগ্রস্থ হলেও তাদের কথায় কেউ সাড়া দেয়নি। অবশেষে বাঁধগুলো অপসারণ শুরু করেছে প্রশাসন।
পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের এমন সাঁড়াশি অভিযানে চলনবিলের কৃষি ও কৃষকের উন্নয়ন ঘটবে। বিলের জীববৈচিত্র্য রক্ষিত হবে। অভিযান অব্যাহত থাকবে বলে আশা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপদের খালে অবৈধভাবে বাঁধ দিয়ে ভাটা মালিকরা তাদের ব্যবসা পরিচালনা করছিলেন। ফলে তিন ফসলী প্রায় ৭০০ একর জমি জলাবদ্ধতা হয়ে কৃষকের চাষাবাদে বিঘ্ন ঘটছিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে অবৈধ ভাটার সেই বাঁধগুলো অপসারণ করা হচ্ছে। প্রাকৃতিক খাল ও জলাশয়ের পানির প্রবাহ কেউ বাঁধাগ্রস্থ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা