বেড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত খোকনের লাশ উত্তোলন
- বেড়া (পাবনা) সংবাদদাতা
- ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭
পাবনার বেড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়ার চার মাস পর খোকন সরদার (১৬) নামে কিশোরের লাশ উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোরশেদুল ইসলামের উপস্থিতিতে বেড়া মডেল থানা পুলিশ কবর থেকে তার লাশ উত্তোলন করেন।
নিহত খোকন সরদার উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের নেওলাই পাড়া গ্রামের আজিজুল সরদারের ছেলে।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলিউর রহমান জানান, নিহত খোকন সরদার আশুলিয়ার মানিকনগরে তার মা-বাবার সাথে বসবাস করতেন। তিনি মানিকনগর মাদরাসার ছাত্র ছিলেন। গত ৫ আগস্ট বাইপাইলে শহিদ হন তিনি। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা