নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালক নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৩
নাটোরে ঘন কুয়াশায় ছয়টি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
সোমবার ভোর ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মো: হুসাইন (৩৫) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানা এলাকার নিন্দানন্দী গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইন্সপেক্টর মো: মাহাবুবুর রহমান জানান, সকালে ঘন কুয়াশার কারণে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রথমে দু’টি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর পর্যায়ক্রমে ছয়টি পণ্যবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন ট্রাকচালকের মৃত্যু হয়। এ সময় পাঁচটি ট্রাক সড়কের ওপর দুমড়ে-মুচরে পড়ে এবং একটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
তিনি আরো জানান, দুর্ঘটনায় ট্রাকের চালকসহ অন্তত সাতজন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা