২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপক আতাউরকে সাময়িক অব্যাহতি

- ছবি - সংগৃহীত

অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আতাউর রহমানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির কার্যক্রম চলাকালীন ওই বিভাগের যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘গত ১২-১২-২০২৪ তারিখে অনুষ্ঠিত ৫৩৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ৪০ (২)-এ তার সভাপতির মেয়াদকাল (১৪-০১-২০২১ হতে ১৩-০১-২০২৪) তারিখ পর্যন্ত সময়ের আয়/ব্যয়ের সমুদয় হিসাব সম্পর্কে অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত তাকে উর্দু বিভাগের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।’

এ বিষয়ে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ‘তিনি তিন বছর মেয়াদে সভাপতি থাকাকালে বিভাগের তহবিল থেকে তিনটি অ্যাকাউন্টে থাকা মোট চব্বিশ লাখ ৮৯ হাজার পাঁচ শ’ ৮০ টাকা উঠিয়েছেন। কিন্তু এ বছরের ১৪ ফেব্রুয়ারিতে সভাপতির দায়িত্ব হস্তান্তরের দিন তিনি ওই টাকার কোনো প্রকার হিসাব ও ভাউচার জমা দেননি। পরে বিষয়টি বিভাগের অ্যাকাডেমিক কমিটি ও পরিকল্পনা কমিটির সভার আলোচনায় সিদ্ধান্ত মোতাবেক বিভাগের আয়-ব্যয়ের হিসাব ও ভাউচারগুলোহ জমা দেয়ার জন্য তাকে পরপর ছয়টি চিঠি দেয়া হয়। কিন্তু তিনি আয়-ব্যয়ের হিসাব ও ভাউচার কোনোটাই জমা দেননি।’

তিনি আরো বলেন, ‘সভাপতির দায়িত্ব শেষ করার প্রায় ১০ মাস অতিবাহিত হলেও কোনো হিসাব না পেয়ে সর্বশেষ বিষয়টি গত ২১ নভেম্বর বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির ৫৫তম এবং ২৫ নভেম্বর অনুষ্ঠিত বিভাগীয় পরিকল্পনা কমিটির ৩০তম সভায় আলোচনা করে রেজিস্ট্রার বরাবর অভিযোগ করা হয়েছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত শিক্ষক ড. মো: আতাউর রহমানকে একাধিকবার ফোন করলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

 


আরো সংবাদ



premium cement
বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন! আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাইয়ে কুয়েত সফরে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী চুরিতে মৃত্যুকে যাচাই-বাছাই ছাড়াই সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার পিটিআইয়ের

সকল