২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজশাহীতে রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন

রাজশাহীতে রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন - ছবি : নয়া দিগন্ত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকালে নগরীর কদমতলার মোড়ে প্রধান অতিথি আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নতুন ভবনে থানার কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় আরএমপির কমিশনার বলেন, নতুন ভবনটি রাজপাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আরো কার্যকর ভূমিকা রাখবে। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ভবন পুলিশের কাজকে আরো সহজ করবে। এছাড়া জনগণের সেবা আরো দ্রুত ও কার্যকরভাবে দেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার ভবনটি পরিদর্শন করেন। এ সময় পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষণ ব্যানার্জিসহ আরএমপির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপাড়া থানা ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং থানার ব্যারাক বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে। এই প্রতিকূলতার মধ্যে থেকেও থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছিলেন। রাজপাড়া থানার এই বেহাল দশার বিষয়টি বিবেচনা করে আরএমপি কমিশনার একটি আধুনিক ভবন ভাড়া করার নির্দেশ দেন। সে অনুযায়ী নতুন ভবন ভাড়া নিয়ে থানার কার্যক্রম শুরু করা হলো।

আবু সুফিয়ান রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কমিশনার হিসেবে যোগদানের পর মহানগর পুলিশের সার্বিক কল্যাণ, দক্ষতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে আবাসন সংকট নিরসনে রোববার রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন করেন।


আরো সংবাদ



premium cement
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন! আড়ি পাতায় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত পেগাসাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাইয়ে কুয়েত সফরে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী

সকল