২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরকারি নীতিমালা উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নিচ্ছে রাবি স্কুল

- ছবি : নয়া দিগন্ত

শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে সারাদেশে মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া নির্ধারিত থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার আয়োজন করেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।

২৮ অক্টোবরের মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে সারাদেশের সকল সরকারি (সরকারিকরণসহ) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারি পদ্ধতিতে সম্পন্ন হবে। শিক্ষার্থী ভর্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নীতিমালা অনুসারে রেজিস্ট্রেশন ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে প্রথম শ্রেণিতে নিম্নলিখিত সময়সূচি ও ভর্তি পরীক্ষা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি ফি ৫০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে রশিদের মূল কপি ভর্তি ফরমের সাথে জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিটের হবে, যেখানে বাংলা ৪০, ইংরেজি ৩০, এবং গণিত ৩০ নম্বরে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে। উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

স্কুল সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৫০০ টাকায় ফরম পূরণ করে ৩০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ফলাফল প্রকাশিত হবে আগামীকাল (রোববার)।

এদিকে এ ভর্তি প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ ফেসবুক গ্রুপে জুবায়ের আরিফ নামে একজন লিখেছেন, ‘নিয়ম না মেনে ভর্তি পরীক্ষা নিয়ে দেড় লক্ষাধিক টাকা আয় করা হচ্ছে। যেখানে লটারির মাধ্যমে বাছাই করার কথা ছিল। প্রশাসনের জবাবদিহিতা দাবি করছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, ‘দেশের অন্যান্য স্কুলে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হয়, অথচ এখানে ৫০০ টাকা ফি দিয়ে ফরম পূরণ করে ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে, যা নিয়মবহির্ভূত।’

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের অধ্যক্ষ ড. মো: আমিনুল ইসলাম বলেন, ‘আগামীকাল ভর্তি পরীক্ষায় ৩০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আসলে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় স্কুলগুলো বেশিভাগই নিজস্ব নিয়মে পরিচালিত হয়। স্কুলের পরিচালক এবং কর্তৃপক্ষ যেভাবে ভালো মনে করেন, সেই নিয়মেই পরিচালিত হয় ভর্তি প্রক্রিয়া।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও স্কুলের পরিচালক ড. আক্তার বানুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিজ্ঞপ্তিতে সরকারি স্কুলের নিয়মাবলির কথা বলা হয়েছে। তবে আধা-সরকারি বা বেসরকারি স্কুলের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। আমাদের ভর্তি প্রক্রিয়াও তুলনামূলক সহজ, যা বাচ্চারা খুব সহজেই অতিক্রম করতে পারবে।’


আরো সংবাদ



premium cement
৭২ ঘণ্টায় বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে মুলাদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন আর জনগণ আপনাকে দেশছাড়া করেছে : আলাল ভারতের ষড়যন্ত্র যত বাড়ছে, জাতীয় ঐক্য তত দৃঢ় হচ্ছে : নূরুল ইসলাম বুলবুল চাঁদাবাজদের তালিকা তৈরি, ২-৩ দিনের মধ্যে অভিযান : ডিএমপি কমিশনার দুমকিতে জানাজা শেষে লাশ আটকালো পাওনাদার! শতাধিক ইসরাইলি সামরিক কর্মকর্তারা পদত্যাগ, নেপথ্যে যা জানা যাচ্ছে নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব : প্রধান উপদেষ্টা শ্রদ্ধা ও ভালবাসায় হাসান আরিফকে সুপ্রিম কোর্ট থেকে শেষ বিদায় জাপানের একাধিক স্থানে আগুন, নিহত ৮ বেতাগীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সকল