গণগত্যাসহ ১২ মামলার আসামি আ’লীগ নেতা সফিক ও তার স্ত্রী গ্রেফতার
- বগুড়া অফিস
- ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:৪০
বগুড়ায় গণগত্যাসহ ১২ মামলার আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সুফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেফতার আবু সুফিয়ান সফিক বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তার স্ত্রী লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য।
তিনি বলেন, সফিক দম্পতিকে রাত ৮টার দিকে ডিএমপির ডিবি তেজগাঁও টিম বগুড়া জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। সফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় জুলাই-আগস্টের একাধিক গণহত্যা মামলাসহ মোট ১২টি মামলা এবং তার স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইন মামলার এজাহার নামীয় আসামি। এ নিয়ে বগুড়ায় আওয়ামী লীগের বড় নেতাদের দু’জন গ্রেফতার হলো। এর আগে জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু গ্রেফতার হন। তবে তিনি সম্প্রতি বগুড়া জেলা কারাগারে অসুস্থ্য হওয়ার পর ঢাকায় নেয়ার পথে মারা যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা