পাবনায় জামায়াতের বিজয় র্যালিতে যোগ দিলেন নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন
- পাবনা প্রতিনিধি
- ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬
পাবনায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়েছেন দলটির সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
সোমবার র্যালিটি চাপা মসজিদ মোড় থেকে শুরু হয়ে টেকনিক্যাল মোড় হয়ে ডিসি অফিস, আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ের শহীদ চত্বরে যায়, সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
পাবনা জেলা জামায়াত সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এস এম সোহেল, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রব, পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম প্রমুখ।
এর আগে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন ব্যারিস্টার মোমেন ও জেলা জামায়াত নেতৃবৃন্দ। পরে তিনি পাবনা সদর আসনের সাবেক এমপি ও জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহানের কবর জিয়ারত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা