১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লিচু বাগানে পড়েছিল কল্পনার লাশ

- ছবি : নয়া দিগন্ত

পাবনার চাটমোহরে কল্পনা খাতুন (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুরে চাটমোহর থানা পুলিশ উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর এলাকার একটি লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

এদিকে লাশ উদ্ধারকালে শিশুটির পরনে সালোয়ার গলায় পেঁচানো অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, কে বা কারা ধর্ষণের চেষ্টা বা ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মাঠের মধ্যে ফেলে গেছে।

কল্পনা মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে এবং চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

কল্পনার মা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে কল্পনা নিখোঁজ হয়। তিনি ধারণা করেছিলেন মেয়ে পাশের দহপাড়া এলাকায় ইসলামী জালসায় হচ্ছে সেখানে যেতে পারে। সেখানে খোঁজ করেও তাকে পাওয়া যায় না। ইসলামী জালসাস্থল থেকে মাইকিংও করা হয়। আত্মীয়ের বাড়িসহ বিভিন্ন স্থানে রাতভোর খুঁজেও মেয়েটিকে পাওয়া যায় না। সকালে এলাকাবাসী লিচু বাগানের মধ্যে কল্পনার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

গুনাইগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গোলাম মওলা জানান, সকাল ৯টার দিকে তিনি লিচু বাগানে শিশুটির লাশ পড়ে থাকার খবর পান। এ ঘটনায় তিনি দোষীদের অতি দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (এ.এসপি) (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার জানান, কে বা কারা শিশুটিকে হত্যা করে ফেলে রেখেছে। প্রাথমিকভাবে হত্যার আগে ধর্ষণের চেষ্টা বা ধর্ষণ করা হয়েছে কি না বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
প্রতিবন্ধীদের নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার : ডা. ইরান ক্রান্তিকাল পার করছে চারকোল সেক্টর আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই দেশে কল্যাণ প্রতিষ্ঠা হবে : অধ্যাপক মুজিবুর ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩১৬ পুলিশকে আক্রমণ : তাহেরীসহ ১৫ জনের নামে মামলা, গ্রেফতার ৩ টানা জয়ে শীর্ষে রংপুর, প্রত্যাবর্তনের ম্যাচে শান্তর ৮০ ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত : রেজাউল করিম টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান সৌম্য ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির আবাহনীকে হারিয়ে শীর্ষে মোহামেডান

সকল